মাসুদ রানা:
সুজানগর (পাবনা)প্রতিনিধি :
ভাষার আন্দোলনের মাসে শেষ দিনে শেষ মুহূর্তে (মঙ্গলবার) ২৮শে ফেব্রুয়ারী পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের অন্তর্গত হইজোর শান্তিপুর ছবেদ আলী মজির উদ্দিন নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামছুল হক টুকু এমপি বলেন উন্নয়নের বাংলাদেশে উন্নয়ন থেকে বঞ্চিত হইজোর শান্তুিপুর ছবেদ আলী মজির উদ্দীন নিম্ম মাধ্যমিক বিদ্যালয়।
তিনি আরো বলেন শিক্ষা ব্যবস্হা যেখানে ধাবমান গতিতে এগিয়ে যাচ্ছে সেখানে অত্র প্রতিষ্ঠান অনেক পিছিয়ে আছে।
এতে তিনি খুব দুঃখ ও কষ্ট প্রকাশ করেন। অত্র প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এ্যাডভোকেট শামসুল হক এমপি সবার সামনে দ্রুত সময়ের মধ্যে নবম-দশম শ্রেণীর পাঠদান অনুমতি ও অএ প্রতিষ্টানের অবকাঠামো উনৃনয়নের জন্য জোর দাবি করেন এবং স্কুলের রাস্তা মেরামত করা হবে বলে আশ্বাস দেন। তিনি স্বাধীনতা চেতনার প্রতীক,শেখ হাসিনার প্রতীক, নৌকা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহবার করেন।
অত্র বিদ্যালয়ের সভাপতি কার্তিক চন্দ্র সাহার সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান,ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুনছুর আলম পিন্চু, পদ্মা এগ্রো স্পেয়াস (কো: লিমিটেড)এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আলীম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছা: ছানোয়ারা খাতুন সহ স্থানীয় নির্বাচিত জন প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।