খোরশেদ আলম রনি রায়পুর (লক্ষীপুর)প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান
ভ্রাম্যমান আদালত রায়পুর শহরের বিভিন্ন সড়ক এবং বাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০.৩০ মিনিট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস রায়পুর পৌর শহরের থানা মোড়,ফলপট্টি, আলিয়া মাদ্রাসা, এবং গজী মার্কেট সহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন।
এসময়, আইন অমান্য কারি কয়েক জনকে সড়ক পরিবহন আইনের দন্ডবিধ ১৮৬০এর ২৯১,ধারা ২৬ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাস বলেন সড়কের দুইপাশে ফুটপাতে থাকা বিভিন্ন ব্যবসায়িক মালামাল অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে। ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাদের দোকানের সীমানার বাইরে থাকা পণ্য ও মালামাল সরিয়ে ফেলেন।
ভবিষ্যতে দোকানের সীমানার বাইরে ফুটপাতে কোন প্রকার পন্য রাখতে ফুটপাত ব্যবহার না করার অঙ্গিকার করেন ব্যবসায়ীরা।
এদিকে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। তবে ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার রাখার এই প্রচেষ্টা অব্যাহত রাখার দাবিও রয়েছে তাদের।
স্থানীয় ব্যক্তি গন বলেন, দোকানের সামনের পন্য অপসারণ করার ফলে যানজট অনেক কমবে। পায়েহেটে মানুষ অনেক স্বাচ্ছন্দে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। তবে এই অভিযানের ধারাবাহিকতা না থাকলে কিছুদিন পরে আবারও ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ফেলবে বলেও অভিযোগ করেন তারা
ভ্রাম্যমান আদালতে নেতৃত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস হ বলেন,যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে রায়পুর পৌরসভার বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভবিষ্যতে যদি এভাবে ফুটপাত আটকে দোকানদার গন পন্য বা মালামাল রাখে তাদের বিরুদ্ধে আইনগত কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে
Leave a Reply