সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। কিছু বিশেষ পণ্য রমজানের সময় বেশি ব্যবহৃত হয়। সেগুলোর দাম অনেকগুণ বেড়ে যাচ্ছে এবং থামার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না।
শনিবার (৪ মার্চ) সদরের মহেন্দ্রনগর ঢাকনাই বিএম কলেজের ৪ তলা ভিত বিশিষ্ট প্রথম তলা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে।
জিএম কাদের বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। কিছু বিশেষ পণ্য রমজানের সময় বেশি ব্যবহৃত হয়। সেগুলোর দাম অনেকগুণ বেড়ে যাচ্ছে এবং থামার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না। আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম; তখন কোনো রমজান বা উৎসবের আগে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিকভাবে বাড়তো না । সে সময়ে যারা বাজার সিন্ডিকেট করে পণ্য জমিয়ে রেখেছিল অধিক লাভের আশায়, তখন তারা পস্তিয়েছে।
তিনি আরো বলেন, আমাদের দেশটা এখন দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য পরিনত হয়েছে। দুর্নীতিবাজরা এখানে সম্মান পাচ্ছে। দুর্নীতিবাজরা সমাজের প্রভাবশালী। তারাই দেশকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। সরকারকেও তারাই নিয়ন্ত্রণ করছে। সব সেক্টরে এটা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, লালমনিরহাট শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান। সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, ঢাকনাই বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম বিটুসহ আরো অনেকে ।
Leave a Reply