সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইছামিত মডেল একাডেমির (নন্দনপুর কিন্ডার গার্টেন) প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল সন্তোষজনক হয়েছে। বিদ্যালয়টি থেকে রাজশাহী বিভাগের অধীনে সর্বমোট ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৩ জন ট্যালেন্টপুলে ও ২জন সাধারণ গ্রেডসহ মোট ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
জানা যায়, ২০১৫ সাল থেকে এই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে প্রতিটি পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। বিদ্যালয়ের সফলতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। ইতোমধ্যে বিদ্যালয়টির সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। উপজেলার নন্দনপুর ইউনিয়নের নন্দনপুর বাজারের পাশে অত্যন্ত সুন্দর, নিরিবিলি ও মনোরম পরিবেশ বিদ্যালয়টি অবস্থিত।এছাড়া বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা সন্তোষজনক বলে এলাকাবাসি জানান।
বিদ্যালয়ের পরিচালক ও জোড়গাছা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবু বলেন,আমার প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে সফলতা অর্জন করায় মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ভবিষতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন বলেন,বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে এবং অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে সে জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষতে আরো ভালো ফলাফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।