নিউজ ডেস্ক :
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ, প্রজেক্টর ও ব্যাটারিসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন।
শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার দৈবজ্ঞগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
শনিবার (৪ মার্চ) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, থানার বিভিন্ন আঞ্চলিক সড়কে রাতে নিয়মিত টহল দেওয়া হয়। শুক্রবার রাতে টহল দেওয়ার সময় দেখা যায়, বিভিন্ন মালামাল নিয়ে তিনজন বাড়ি ফিরছেন। তাদের দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা মালামাল দৈবজ্ঞগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি করা বলে স্বীকার করেন।
আটকরা হলেন পার্শ্ববর্তী রান্ডিলা গ্রামের আব্দুস সালামের ছেলে ইয়াকুব, ওসমান গণির ছেলে হোসেন আলী ও আকবর আলীর ছেলে আজাদুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের বলেন, ‘বৃহস্পতিবার (২ মার্চ) পাঠদান শেষ করে বিদ্যালয় তালা দিয়ে রেখে এসেছিলাম। শুক্র ও শনিবার ছুটি থাকায় বিদ্যালয়ে যাওয়া হয় না। আজ সকাল ৯টার দিকে থানা থেকে বলা হয়, বিদ্যালয়ের সব জিনিসপত্র ঠিক আছে কি না। পরে বিদ্যালয়ে গিয়ে দেখি দরজা ও আলমারির ১১টি নতুন তালা ভাঙা। একটি ল্যাপটপ, প্রজেক্টর, ব্যাটারি ও নগদ ৯০০ টাকা চুরি হয়ে গেছে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
Leave a Reply