শাকিল আহমেদ,নড়াইলঃ
ঐতিহাসিক ৭ই মার্চ, বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহারাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
ঐতিহাসিক ৭ মার্চের এই ভাষণ সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একতাবদ্ধ করেছিল।
ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনন্য এবং অসাধারণ। ফলে ৩০ অক্টোবর ২০১৭ ইং তারিখে ইউনেস্কো কর্তৃক ভাষণটিকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার' এ অন্তর্ভুক্তিকরণে ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল ঐতিহাসিক এই দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে্ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।