মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুরপ্রতিনিধি,
শেরপুরের নালিতাবাড়ীতে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন ” এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ মার্চ) সকাল ১১টার সময় উপজেলা পরিষদের সামনের সড়কে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটরিয়াম হলে সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অনুষ্ঠানে শিক্ষিকা নাজমুন নাহারের উপস্থাপনায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, থানার তদন্ত কর্মকর্তা আব্দুল লতিফ , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, শিক্ষিকা জোবায়দা খাতুন, সবুজ বাংলা ‘র খন্দকার আঃ আলিম, উপজাতি নেত্রী নোহেলিকা দিব্রা প্রমুখ।
উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এসডিএফ, সনাক, সবুজ বাংলা এবং নালিতাবাড়ী ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ ও আইনি সুরক্ষা কর্মসূচি এ্যাসোসিয়েট অফিসার মনোজ ভাবুক কর্তৃক পল্লী সমাজের সদস্যদের নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার সহযোগিতায় ছিলেন।
দিবসটির নানা কর্মসুচিতে সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন মহলের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply