নিউজ ডেস্ক :
রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাই হওয়া প্রায় সোয়া ১১ কোটি টাকার বেশিরভাগই উদ্ধার করা হয়েছে।
এ সময় গাড়িচালককে আটক করা হয়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এখনো জানা যায়নি। টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
ডিবি জানিয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গাড়ি চালককে আটক করা হয় ঘটনার সাড়ে আট ঘণ্টার মধ্যে। গাড়ি চালকের কাছ থেকে তিনটি বক্স উদ্ধার করা হয়েছে। একটি বক্স নিয়ে ছিনতাইকারী পালিয়ে গেছেন।
অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জনিয়েছে ডিবি।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকেরাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অস্ত্রধারীরা ব্যাংকের গাড়ি থামিয়ে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে রাজধানীজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ।