মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
১২ মার্চ রবিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব ফেনসিডিল ও প্রাইভেটকার জব্দ করা হয়।
থানার সুত্রে জানা গেছে, রবিবার রাত আড়াই ঘটিকার দিকে উপজেলার রাংটিয়াতে টহলরহ হাইওয়ে পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমান সহ সঙ্গীয় পুলিশ।
পুলিশের ধাওয়া খেয়ে তারা নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড় হয়ে শেরপুর অভিমুখে রওনা দিয়ে কদমতলী বাজারের কাছে এসে প্রাইভেটকারটি ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়।
পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতরে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায় । পরে ফেনসিডিল সহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আটককৃত প্রাইভেটকারটি সহ পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।