মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর ও বিভাগের উদ্যোগে,দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।এবং এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। "নিরাপদ জ্বালানি,ভোক্তাবান্ধব পৃথিবী" এই প্রতিপাদ্যের সাথে পালিত হলো বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩।
আজ ১৫মার্চ, চট্টগ্রামে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর ও বিভাগীয় কমিটির আয়োজনে র্যালিটি ডিসি হিল থেকে শুরু করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়। র্যালি শেষে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে নগর কমিটির সদস্য সচিব মোঃ ওসমান গনি (এহতেসাম) এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক মোহাম্মদ জুবাইর। সভাপতির বক্তব্যে সাংবাদিক জুবাইর বলেন, স্বাধীনতার এই মাসে অসাধু ব্যবসায়িদের হাত থেকে ভোক্তাদের স্বাধীন করতে হবে। জনগণকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তৎপর থাকতে হবে। সদস্য সচিব সাংবাদিক ওসমান গনি (এহতেসাম) বলেন, বিশ্বের সকল ভোক্তার ৮টি অধিকারকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ভোক্তার সেই অধিকারগুলো সংরক্ষণ হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ডিজিটাল সেবা নিতে গিয়ে কোন ভোক্তা যেন প্রতারিত বা ভোগান্তির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।” বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছিলেন, আমাদের সেই সোনার মানুষ হতে হবে। বিভাগীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমি সব সময় অভিযান করি। প্রয়োজনে অভিযান বাড়াবো। এ সময় চট্টগ্রাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইসমাইল ইমন, সুমন সেন, জসীমউদ্দীন, মোঃ রায়হান হোসেন, মোহাম্মদ পারভেজ, সাইফুর রহমান, বাবু বাদশা, তোকির উদ্দিন আনিছ, মোহাম্মদ ইদ্রিস, মনিরুল ইসলাম রিয়াদ, আব্দুল সাত্তার টিটু, সালাউদ্দিন, রফিকুল ইসলাম, রাসেল, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন টিটু, ফরিদা ইয়াসমিন,আনোয়ার হোসেন, এম এম আর মামুন, গাজী জিয়াউদ্দিন, মইনুদ্দিন খান মাসুম, মোহাম্মদ আজম খান, মোহাম্মদ হাসান ফারুক, মুহাম্মদ জাহাঙ্গীর কাইয়ুম, মোহাম্মদ জাহেদুল হক, মোসাম্মৎ হামিদা খানম, মোঃ সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ আরফাত সিদ্দিকী, সুজন দাস, সুমন দাস, মোহাম্মদ মাসুম,মোহাম্মদ মাসুদ,সোহেল ও রুবেল প্রমুখ।