মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুর জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হয়েছে “জয় বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩”। বুধবার (১৫ মার্চ) দুপুরে শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।
জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ কামরুজ্জান বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ীর উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতীর উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য প্রমূখ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত এবং জেলা পুলিশ ও থানা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে নালিতাবাড়ী উপজেলা একাদশ ও শেরপুর জেলা পুলিশ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য জেলার ৫ টি উপজেলা ২ টি পৌরসভা ও জেলা পুলিশ একাদশ নামের ৮ টি দলের অংশগ্রহণে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ মার্চ দুইটি সেমিফাইনাল এবং ২৩ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ এক লাখ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি সহ এক লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে।