মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাসেম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,
উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, প্রমুখ ।
পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাশেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা কর্মি ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
Leave a Reply