খোরশেদ আলম রনি রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণকর্মশালা এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৭ ও ১৮ মার্চ প্রফেসর মোহাম্মদ আমানত হোসেন অধ্যক্ষ রায়পুর সরকারি ডিগ্রী কলেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন।
অধ্যক্ষ মু. নুরুল আমিন বলেন, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শেখানো হয়েছে। প্রশিক্ষণের জ্ঞানকে ছাত্রছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য কাজে লাগাতে হবে। এছাড়া ব্যক্তিগত পড়ালেখা ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে জ্ঞান অর্জনের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। ভবিষ্যতে শিক্ষকদের জন্য আরো উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হবে।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শেখ মোহাম্মদ আলী প্রশিক্ষণ বিশেষজ্ঞ (সহকারী অধ্যাপক শিক্ষা) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিক নায়েম ঢাকা, ফাতেমা বেগম পপি সহকারী অধ্যাপক ডিপার্টমেন্ট অফ এডুকেশন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুভাষচন্দ্র মজুমদার ইন্সট্রাক্টর পিটিআই নোয়াখালী, মুজাফফর হোসেন মাস্টার ট্রেইনার ইংরেজি রায়পুর লক্ষ্মীপুর, বেনজির আহমদ মাস্টার ট্রেইনার গনিত ও বিজ্ঞান রায়পুর লক্ষ্মীপুর, ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান, কাজী রাসেল অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, শফিউল আলম টিপু প্রধান শিক্ষক পিকেএফএসসি শিশুকানন প্রমূখ।
Leave a Reply