সিদ্দিকুর রহমান,বেরোবি প্রতিনিধি:
'আত্মবিশ্বাসে আত্নরক্ষা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি)
গ্রীন ভয়েস ও বহ্নিশিখা কর্তৃক আয়োজিত আত্নরক্ষা কৌশল ও আত্নরক্ষা উন্নয়ন কর্মসুচীর সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯মার্চ) একাডেমিক ভবন ৩ এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এ আয়োজন করা হয়।
বেরোবি গ্রীন ভয়েস শাখার সাধারণ সম্পাদক মোঃ লিমন ইসলাম ও বহ্নিশিখার সদস্য সুমার সঞ্চালনায় মুক্তা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন, গ্রীন ভয়েস বেরোবি শাখার সভাপতি স্বপন মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কাজী রেজুয়ান হোসেন , ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ সহকারী অধ্যাপক সোহাগ আলী ।
এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম,লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম ও নিয়াজ মাখদুম।আলমগীর কবির প্রধান সমন্বয়ক,( গ্রীন ভয়েস বাংলাদেশ) ,রাকিব চৌধুরী টেরিটরি অফিসার,( উপায়)।
সভাপতি মুক্তা আক্তারের বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।তারপর সাংস্কৃতিক সন্ধ্যায় গ্রীন ভয়েসের সদস্যবৃন্দের গান,নাটক,কবিতা আবৃত্তি ও লোকসংগীত দল ভবতরি তাদের পরিবেশনা সম্পন্ন করে।
উল্লেখ্য যে, সাত দিন প্রশিক্ষিত প্রশিক্ষক দ্বারা আয়োজনের নিবন্ধনকৃত নারীদের আত্মরক্ষার কৌশল রপ্তকরণ এবং সেই সাথে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করণে নানামুখী ব্যবহারিক ও তত্বীয় সেশন সম্পন্ন হয়।
মো সিদ্দিকুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর