নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা সিংড়া উপজেলায় শালমার ধামাইজ ইসলামিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার হল রুমে দোয়া হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সুপার শহীদুল্লাহ সভাপতিত্বে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষকমন্ডলী ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় ।
সভায় বক্তারা বলেন, ছাত্র ছাত্রীদের পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে কেন্দ্রে পৌছাতে হবে। পরীক্ষার খাতায় কোন ক্রমেই রোল নং, রেজিষ্ট্রেশন নং লিখতে ভুল করা যাবে না। যে প্রশ্নটা বুঝতে সমস্যা হবে তা শিক্ষকদের কাছে জেনে নিতে হবে। প্রত্যেকের কাছে এডমিট কার্ড রাখতে হবে।
পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয় এবং বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে ফুলের স্টিক ও কলম বিতরণ করা হয়।
জানা গেছে এবার,
শালমার ধামাইজ ইসলামিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় থেকে ২০ জন ছাত্র ছাত্রী এসএসসি পরীক্ষা দেবে।
Leave a Reply