মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে ৪ শত ৭৫ বোতল ফেনসিডিল ও একটি পিকাপভানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) ভোরে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।
আটককৃতরা হলো শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান দুর্জয় (২৩) ঘাসপত্তা গ্রামের সেলিম মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও গাড়ী চালক গলাচিপা পটুয়াখালীর হাবিবুর রহমানের ছেলে হারুন (৩২) ।
জানা গেছে, শুক্রবার ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হালুয়াঘাট উপজেলা থেকে ঢাকার উদ্দ্যেশে একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় নিষিদ্ধ ঔষধ ফেনসিডিল পাচার হচ্ছে। এসময় নালিতাবাড়ী থানার এসআই সাঈদুর রহমানের নেতৃত্বে পৌরসভার আড়াইআনী বাজারে একটি চেকপোস্ট বসিয়ে পিকাপভ্যানটিকে আটক করে। এসময় ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪শত ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।
এবিষয়ে নালিতাবাড়ীর থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ জানায়, পুলিশের বিশেষ অভিযান চলছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই মাদক উদ্ধার করি। এসময় ৪ শত ৭৫ বোতল ফেনসিডিল ও পিকআপ চালকসহ ২ মাদক কারবারিকে আট করেছি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে ।