মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে বর্বর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা স্মরণে বাংলাদেশ সরকার ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান, থানার ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সকল দপ্তরের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় ও সারাদেশের ন্যায় উপজেলায় রাত ১০টা ৩০ মিনিটে ০১ মিনিটের জন্য প্রতিকী ব্ল্যাক আউট (জরুরী স্থাপনা ও চলমান যানবাহন ব্যতীত) কর্মসূচী পালন করা হয়।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি