স্পোর্টস ডেস্ক :
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ধরাশয়ী ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের পর প্রথমবারের মত মাঠে নেমেই ২-১ গোলে হার কোচ হীন ব্রাজিলের। সব দেখে মনে হচ্ছে মরক্কোর কাতার বিশ্বকাপের ঘোর যেন এখনও কাটেনি।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এটি ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। ছয় বছর ডাগআউটে দায়িত্ব পালন করা তিতের বিদায় আর চোটে আক্রান্ত নেইমার ও থিয়াগো সিলভাবিহীন ব্রাজিলের শুরুর একাদশ ছিল তারুণ্যে ভরা।
অতিথিদের মাঠে ম্যাচের শুরুতেই স্মরণ করা হয় কিংবদন্তি পেলেকে। তরুণ দলটিকে নিয়ে অন্তবর্তি কোচের বাজি, শুরু থেকেই মরক্কোর আক্রমণে দিশেহারা সেলেসাওরা। প্রথমার্ধে এগিয়েও যায় আফ্রিকান দেশটি। বাওফালের দুর্দান্ত এক গোলে লিড নেয় রেগরাগির শিষ্যরা।
বিরতির পর, অধিনায়ক ক্যাসিমিরোর গোলে সমতায় ফিরলেও, ১২ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় কাতার বিশ্বকাপে সেমিফািইনালে খেলা দলটি।
সাবিরির বুলেট গতির শট জালে জড়ালে উল্লাসে ভাসে পুরো স্টেডিয়াম। বিশ্বকাপের পরও আফ্রিকান ঝলক অব্যাহত রাখল মরক্কো। আর, পেলের স্মরণীয় ম্যাচে সমর্থকদের হতাশ করল ব্রাজিল।
Leave a Reply