সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার পরদিন মজনু সেখ (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। রোববার রাত দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মজনু সেখ উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নজু শেখের ছেলে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন।
মজনু শেখের মামা ইউনুস আলী মোল্লা জানান,মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে কয়েকদিন আগে মজনু গ্রামের বাড়ি আসেন। মজনুর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়। গত শনিবার দুপুরে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন বাবাকে রক্ত দেন মজনু। এরপর হাসপাতাল থেকে তিনি বাড়ি আসেন এবং বিশ্রাম না নিয়েই ক্ষেতে পেঁয়াজ তুলতে যান। সেখানে মজনু অসুস্থবোধ করেন। এরপর স্বজনরা রোববার বিকেলে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। মজনুর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দুইটার দিকে মজনু মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ জোহর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় আর-আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়ার আগের দিন মজনু তার বাবাকে রক্ত দেন।