জুয়েল বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে তথ্য অধিকার আইন-২০০৯ প্রয়োগ ও বাস্তবতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ মার্চ, ২০২৩) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
এসময় তিনি বলেন, তথ্য অধিকারের নামে তথ্যের অপব্যবহার হয় কিনা সেই বিষয়টিও খেয়াল রাখা উচিত। বাস্তব অবস্থায় তথ্যের অধিকার থাকলেও প্রতিষ্ঠানের সব তথ্য প্রদান করা যায় না।
উপাচার্য বলেন, তথ্য অধিকারের পাশাপাশি এই বিষয়গুলিও আলোচনা হওয়া প্রয়োজন। বেরোবি তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ মাহামুদুল হক ও রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
Leave a Reply