ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরায় আঃলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ কমপক্ষে ২০জন আহত ও বেশ কয়েকটি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, আজ ২৮/০৩/২৩ইং তারিখ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউপির মনিরামপুর গ্রামে ইউনিয়ন সেচ্চাসেব লীগের সভাপতি ইয়ার আলী গ্রুপের শহিদুল ফকির ও ২নং ওয়ার্ড আঃলীগের সভাপতি রব্বানী শেখ গ্রুপের কাশেম ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ইয়ার আলী গ্রুপের হেমায়েত ধান ছাটাই করে বাড়ী ফেরার পথে রব্বানী গ্রুপের গ্রুপের কয়েকজন তারা উপরে হামলা চালায়,এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে, এসময়
ইয়ার গ্রুপের আকিদুল (২০)আশরাফুল(৩৮)হাবিবুল্লাহ (৩৮)হুসাইন মোল্যা(২৪)সীমা খাতুন(২৭)সাইফুল্লাহ (৫৫)হেমায়েত মোল্যা(২৯)আমিনুর(৩০)সাহেব আলী(৩৫)শামীম মোল্যা(৩২) রব্বানী গ্রুপের সাহের ফকির(৪৪)কাশেম ফকির(৪২) নুর ইসলাম(২৮)লিমন(২৬)কাশেম ফকিরে মা বউসহ অন্তত ২০জন আহত হয়েছে, আহতদের মধ্যে ১২ জন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়,এসময় বেশ কয়েকটি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।
Leave a Reply