এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে মাটি বহনকরী ড্রাম ট্রাক বিদ্যুতের তারে স্পৃষ্ট ট্রাকের চালক সজল (২৫) নিহত হয়েছে। এই ঘটনাও আরো দুইজন গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আহত ট্রাকের হেলপার সজল আলিমগঞ্জ এলাকার মৃত সাবের আলীর ছেলে।
গুরুতর আহত অপর দুজন হলো রাজশাহী মহানগরীর পূর্ব রায়পাড়া এলাকার শামীম হোসেন ও আজিজুল ইসলাম।
জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি এলাকায় ড্রাম ট্রাকে মাটিবহন কারি গাড়ী আনলোড করার জন্য ট্রাকের বডি উপরের দিকে উঠালে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ হলে ট্রাকটি আর্তিং হয়ে যায় ও আগুন ধরে। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সজল মারা যায়।
এই সময় ট্রাকে থাকা আরো দুইজন শীমম হোসেন ও আজিজুল ইষলাম গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা গোদাগাড়ী ফায়ারসর্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালের ৪২ নং ওয়ার্ডে ভর্তি করায়। তাদের আবস্থা আশঙ্কা জনক।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ওই ঘটনায় হেলপার সজল মারা গেছে। কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply