মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের চাঞ্চল্যকর কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় ০৭ বছর আত্মগোপনে থাকা ১৪ বছর সাজা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এলাকা হতে গ্রেপ্তার করেছে (র্যাব-১৪)
কিশোরী একজন নাবালিকা স্কুল ছাত্রী।বাবা একজন প্রবাসী এবং মা মানসিক প্রতিবন্ধি,সেইসুবাদে তার বড় চাচা বাদী মোঃ বাদশা মিয়া (৪৫), পিতা-মৃত আশরাফ আলী, সাং-পশ্চিম টালকী, থানা-নকলা, জেলা-শেরপুর ভিকটিম এর দেখাশুনাসহ লেখাপড়া করাতেন।মেয়েটি স্কুলে যাতায়াতের পথে বিবাদী মোঃ রানা মিয়া অন্তর (৩৫),পিতা-মৃত রইছ উদ্দিন, সাং-পাঠাকাটা পূর্ব, থানা-নকলা, জেলা-শেরপুর অনেকদিন হতে মেয়েটিকে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলো।মেয়েটি বিষয়টি তার চাচাকে(বাদী)জানালে সে বিবাদীর অভিভাকদের নিকট বিষয়টি জানায়। কিন্তু অভিভাবকগণ উহা কর্ণপাত না করিয়া বিবাদীকে আরও উৎসাহিত করে। গত ০৭/০২/২০১৬ ইং তারিখে মেয়েটি স্কুল ছুটি শেষে বাড়ীর উদ্দেশ্যে রওনা হলে স্কুলের উত্তরে ফাঁকা জায়গায় পৌছা মাত্রই উৎপাতিয়া থাকা বিবাদীসহ অজ্ঞাত অরো ২/৩ জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে মেয়েটিকে জোর পূর্বক সিএনজিতে করে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরবর্তীতে বাদী নকলা থানায় হাজির হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইন-চার্জ, নকলা থানার মামলা নং-০৪, তারিখঃ ১৩/০৩/২০১৬ ইং, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ সংশোধনী/০৩) রুজু করেন। মামলার তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জনাব মোঃ আখতারুজ্জামান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুর মহোদয় গত ২৩/০৯/২০২০ খ্রিস্টাব্দে আসামী মোঃ রানা মিয়া অন্তর (৩৫) এর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় আসামীকে ১৪ (চৌদ্দ) বৎসরের সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম এবং ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। মামলার ঘটনার পর থেকেই আসামী মোঃ রানা মিয়া অন্তর ৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল বুধবার ২৯/০৩/২০২৩ ইং তারিখ আনুমানিক ২২:১০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন তেপির বাড়ী বাজার হতে আসামী মোঃ রানা মিয়া অন্তর (৩৫)কে আটক করে (র্যাব)।