এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধ:
ওলি মাজারের দরবেশ ছদ্মবেশধারী এক মাদক ব্যবসায়ীকে ৭৬ লক্ষ্য টাকা মূল্যের ৭ শত ৬০ গ্রাম হেরোইনসহ আটক করেছে র্যাব-৫, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব সদস্যরা।আটককৃত দরবেশ ছদ্মবেশধারী মাদক ব্যবসায়ী হলেন- খুলনা জেলা সদরের ৫ নং ঘাট আশরাফুল মামুর মাজাররের মৃত.মাহাবুবুল আলমের ছেলে মোঃ শফি ফকির (৩২)।বৃহস্পতিবার(৩০ মার্চ) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫, ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫, ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৯ শে মার্চ বিকেল ৫ টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫, ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে রাজশাহী জেলার গোদাগাড়ী উজানপাড়া বাইপাস মোড়স্থ হাজি সুপার মার্কেট এর সামনে অভিযান চালিয়ে ৭ শত ৬১ গ্রাম হেরোইনসহ ছদ্মবেশী দরবেশ শফি ফকির কে হাতেনাতে করে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ছদ্মবেশী দরবেশ মাদক ব্যবসায়ী খুলনার সদর থানার বাসিন্দা এবং রাজশাহীর অলি ফকিরের মাজারে নিয়মিত যাতায়াত করতো। এর প্রেক্ষিতে সে মাজারের দরবেশ ছদ্মবেশে থাকতো।ঘটনার দিন উল্লেখিত এলাকায় মাদক সংগ্রহের উদ্দেশ্যে তিনি আসেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে মাদক সংগ্রহ করে ব্যাটারি চালিত অটোযোগে রাজশাহী ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ কোম্পানীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৭৬ লক্ষ্য টাকা মূল্যের ৭ শত ৬১ গ্রাম হিরোইনসহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলেও র্যাব জানাই
Leave a Reply