এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি :
কিছুটা কমার পর ৪৮ ঘন্টা মধ্য দাম বাজারে বৃদ্ধি পেতে শুরু করেছে ব্রয়লার এবং সোনালী মুরগীর দাম। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ব্রয়লার মুরগীর দাম কেজি-প্রতি বিশ থেকে ত্রিশ টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। এবং সোনালী মুরগীর কেজি দশ থেকে বিশ টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলেন পাইকারিতে আবারোও দাম বৃদ্ধি হওয়াতে তারাও দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে।এর আগেই, রমজান মাস শুরু হওয়ার দুই দিন আগেই ব্রয়লার মুরগীর দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে কেজি-প্রতি বিক্রি হয় ২৭০ টাকায়। এবং সোনালী মুরগী বিক্রি হয় ৩৮০ কেজি।এর সঙ্গে , এক সপ্তাহের ব্যবধানে ডজনে দশ টাকা বৃদ্ধিতে ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। এর পাশাপাশি মাছের দামও বৃদ্ধি হচ্ছে । কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধিতে রুই মাছ বিক্রি হচ্ছে সাড়ে চার’শ টাকায়। এ ছাড়া কাতল মাছ বিক্রি হচ্ছে সাড়ে তিন’শ টাকা কেজি।