এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ সেই মানবিক শ্লোগান সামনে রেখে রাজশাহী রেল স্টেশনে ও বিভিন্ন রাস্তায় এবং বাজারে রাত কাটানো অনেক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষ মাঝে রান্নাকরা খাবার নিজ হাতে পৌঁছে দেওয়ায় যার প্রধান কাজ। সমাজের এইসব সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে আবুল বাশার সুজন নামের এক আওয়ামীলীগ নেতা।মাহে রমজানের প্রথম দিন থেকে সেহেরি ও ইফতার ধারাবাহিকতায় রাজশাহীর অসহায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরন করে মানবিক নেতা হিসেবে পরিচিতি পায় সুজন।
প্রতিদিনই রাজশাহী স্টেশন ও আশেপাশের এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন সুজন ও তার পরিবারের সদস্যরা।সরেজমিনে দেখা যায় এই দানের হাত সম্প্রসারিত করতে তার ছোট বাচ্চাদের উৎসাহিত করতে দেখা যায়,এতে অত্যান্ত খুশি সুশীল সমাজ ও দলের নেতাকর্মীরা।
স্টেশন এলাকার অনেক পথচারীদের সাথে কথা বললে ওয়াহিদ(৬০) নামের এক বৃদ্ধ বলেন ‘আপনারা যার নাম করছেন তার নাম জানিনা,চিনি,আমরা তাকে বাপ বলে ডাকি,তার সন্তানদের দেখে আমরা আমাদের হারানো পরিবারের সুখ পায়,আল্লাহ যেনো গোটা পরিবারকে হেফাজত করে,দোয়া ছাড়া আমাদের দেওয়ার কিছু নাই।
রহিম ও সালেহা নামের ব্যাক্তিরা বলেন,খালি আমরা না আল্লাহ ও খুশি,সবচেয়ে বড় কথা হলো সুজন বাবা নিজেই দান শীল নয় তার সন্তান দের দান করা শিখাচ্ছেন, আমরা যেনো সেহেরিতে একটা পরিবার পায়।আল্লাহ যেনো সুজন বাবার উন্নতি করে দেয়।
জানতে চাইলে আবুল বাসার সুজন বলেন, রাজশাহীর নগর পিতা এ.এইচ.এম খাইরুজ্জামান লিটনের নির্দেশনায় সবসময় সমাজের অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে আসছি।এভাবেই সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সকলেই আগামীতে আরও বেশী অসহায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পারবো।
Leave a Reply