চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিশেষ ডে-ক্যাম্প, বর্ণাঢ্য শোভাযাত্রা, স্কাউট ওন এবং পরিস্কার পরিচ্ছনতা কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকালে সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশেষ ডে-ক্যাম্পের শুরু করা হয়। এরপর স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চৌগাছা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে স্কাউট ওন (প্রার্থনা) অনুষ্ঠিত হয়।
স্কাউট ওন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, যশোর জেলা রোভারের সহকারী কমিশনার ও সরকারি কলেজের শিক্ষক মারুফুল আলম, সরকারি শাহাদৎ পাইলট স্কাউটসের ইউনিট লিডার মাস্টার রবিউল ইসলাম, আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয় স্কাউটের ইউনিট লিডার মাস্টার আশাদুল ইসলাম,শহীদ মশিয়ূর রহমান মুক্ত স্কাউট গ্রুপ এর ইউনিট লিডার আশিকুল ইসলাম মিথুম, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক ও সাবেক রোভার এইচএম ফিরোজ প্রমুখ।
পরে উপজেলা পরিষদ চত্বর এবং সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে চৌগাছা সরকারি কলেজ, সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয় এবং শহীদ মশিয়ুর রহমান মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা অংশ গ্রহণ করেন।
Leave a Reply