পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
আজ (১৪ এপ্রিল ) বৃহস্পতিবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার প্রত্তাশী ইউনিয়নের বিভিন্ন স্থানে ঈদ বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জনাব মোঃ মনিরুল ইসলাম মারুফ,চেয়ারম্যান আরওয়ান ব্রিকস ইন্ডাস্ট্রিজ।
সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, রমজানের ঈদের খুশিকে ভাগাভাগি করে সবার মাঝে ঈদের আমেজকে ফুটিয়ে তুলতে এ যেন তার এক মহৎ উদ্যোগ। তিনি সমাজের বিভিন্ন জনপদের লোকজনের সাথে ঈদের আমেজকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই মহৎ প্রয়াস তার।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় মনিরুল ইসলাম মারুফ বিভিন্ন এলাকার মসজিদ,মাদ্রাসা,এতিমখানা সহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ যেন তার নিত্য দিনের কাজ।তার নাম শুনতেই মানুষের মুখে আনন্দের হাসি দেখা যায়। মিষ্টিভাষী,স্বদালাপি লোকটি যেন সাদামাটা ভাবেই চলাফেরা করতে পছন্দ করে, নেই কোন অহংকারের ছোঁয়া, মানুষকে ভালবাসতে পারলেই যেন তার আনন্দ, মারুফ ইসলামের এই প্রতিবেদককে বলেন আমি চাই মানুষের মাঝে বিলিয়ে থাকতে রসুল যেখানে মানুষকে ভালবাসতেন সবকিছু উজাড় করে আমিও চাই আমার সম্পদের যা কিছু আছে তা দিয়ে স্বার্থ অনুযায়ী আজীবন মানুষের পাশে থাকতে।
প্রত্যাশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার জনাব কবির হোসেন তিনি বলেন, আমার এখানে তিনি গরিবের মাঝে ঈদ দিয়েছেন, এখানের লোকজন অত্যন্ত খুশি। ৮ নং ওয়ার্ডের মেম্বার জোবায়ের তালুকদার তার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন আমার ওয়ার্ডে সবার কাছে ঈদ বস্র পৌঁছে দিয়েছে, গরিব লোকজন মারুফের উপর অত্যন্ত খুশি।৯ নং ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম তিনি বলেন আমার ওয়ার্ডের বেশিরভাগ লোকই ঈদবস্র পেয়েছেন. আমরা সর্বদা তার দীর্ঘায়ু কামনা করি।
মারুফ ইসলাম বড় ভাই সাংবাদিক মোঃ নাছির উদ্দিন বলেন আমরা প্রতি বছরই সকলকে নিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে ঈদ করতে চাই,সবার মুখে হাসি দেখে ঈদের আমেজ ছড়িয়ে দিতে চাই, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল খালেক গাজী তিনি বলেন আমরা তার মঙ্গল কামনা করি এবং সারা জীবন যেন তারা মানুষের পাশে থাকতে পারে এ কামনাও করি।
পিরোজপুর সংবাদদাতা:-
Leave a Reply