সাঁথিয়া প্রতিনিধি :
সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় শুক্রবার (১৪এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হাই, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।