নাটোর প্রতিনিধি:
নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালি ইউনিয়ন শালমারা গ্রামে পশ্চিম পাড়ায় শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে যুবকদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রাই ৫ শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এতে ১৮ রকমের ফলমূল এবং নানা রকমের খাদ্য দিয়ে সাজানো হয় থালা। এসময় উপস্থিত ছিলেন যুবকদের মধ্যে আমিন, আলী আজম,শাকিল,ফরহাত,মেহেদী,মোতালেব,হাকিম, শামিম, ইসলাম সহ উপস্থিত ছিলেন ইউপি সদস্য মখলেছুর রহমান
গ্রামে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনা উপস্থিতি সকলের মা-বাবা,নিজের জন্য এবং বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া সহ বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেন।