মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
১৪ ই এপ্রিল ২০২৩ ইং শুক্রবার শেরপুরের শ্রীবরদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭১ সালের শ্রীবরদী থানা সংগ্রাম পরিষদের আহব্বায়ক, শ্রীবরদী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা মরণোত্তর কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতা পরবর্তী শ্রীবরদী সদর ইউনিয়নের রিলিফ চেয়ারম্যান ও শেরপুর জেলা বারের সিনিয়র আইনজীবী মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ মনু মিয়ার ১২ তম মৃত্যুবার্ষিকী আজ।
বর্ণাঢ্য কর্মজীবনে বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রীবরদী সদর ইউনিয়নে শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয়ে নিজ অর্থে গড়ে তুলেন বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয় । সমাজ উন্নয়নেও বিশেষ অবদান রাখেন । ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে যোগ দানের পাশাপাশি ১১ নং সেক্টরের মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি জামালপুর মহুকুমা কৃষকলীগের আহবায়ক নির্বাচিত হন । স্বাধীনতা পরবর্তীকালে তিনি ৬নং সদর ইউনিয়ন পরিষদের দীর্ঘ সময় চেয়ারম্যান ( রিলিফ চেয়ারম্যান) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। শ্রীবরদীতে কৃষকদের নিয়ে গঠন করেন যুবক বৃন্দ চাষী ক্লাব । শ্রীবরদী সরকারী কলেজ, শ্রীবরদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, ফতেহপুর ফাজিল মাদ্রাসা, ইঞ্জিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। মরহুমের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মসজিদ ও মাদ্রাসা মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।।