নিউজ ডেস্ক :
ডা. জাফরুল্লাহ চৌধুরীর শেষ নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সাভারে অবস্থিত তার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্পাসেই তাকে দাফন করা হয়।
আজ ১৪ এপ্রিল শুক্রবার দুপুর ২টার পর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের মূল ফটকের বাঁপাশে জাফরুল্লাহ চৌধুরীকে দাফন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, ছাত্র-ছাত্রী, সাংগঠনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শাখার বিশিষ্ট জনেরা।
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ওষুধ নীতির অন্যতম প্রণেতা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।