মোঃ জুলহাস উদ্দিন হিরো , শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ি থানা পুলিশ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে পাচার হয়ে আসা ৬ টি বন্ধুকসহ মাসুম বিল্লাহ ওরফে বুলবুল নামে একজনকে আটক করেছে।
এ বিষয়ে ১৫ এপ্রিল শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়।
প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. কামারুজ্জামান জানায়, নালিতাবাড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে সীমান্ত পথে অবৈধ ভাবে একটি অস্রের চালান আসছে। সে প্রেক্ষিতে ১৪ এপ্রিল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী সমশ্চুরা লালটেঙ্গুর পাহাড়ের কাছে বারোমারি সীমান্ত সড়কে ব্যারিকেড দিয়ে একটি মোটর সাইকেল ও অটোরিক্সাকে সংকেত দিলে অটোচালক লাফ দিয়ে পাশ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়।
পরে ওই অটো থেকে জেলার ঝিনাইগাতি উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব এর পুত্র মাসুম বিল্লাহ ওরফে বুলবুল (৩০) কে ৬ টি অস্ত্রের প্যাকেটসহ আটক করা হয়। অস্ত্রগুলো প্রাথমিক ভাবে ইয়ারগান সদৃশ্য মনে হলেও তা এক্সপার্টের কাছে পাঠানো হবে এবং অস্ত্রগুলো মারনাস্ত্র প্রমান হলে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মামলা দায়ের করা হবে বলে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানায়।
তবে আপাতত তার বিরুদ্ধে চোরাকারবারী হিসেবে মামলা দায়ের করা হয়েছে। এদিকে এ চোরাচালানের সাথে সাইদুল ইসলাম ও মো. মনির নামে আরো দুইজন জড়িত রয়েছে বলে আটককৃত মাসুম বিল্লাহ জানায়। পুলিশ তাদের বিরুদ্ধেও মামলায় অভিযুক্ত করেছন।