পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে জেলা প্রশাসন, সুশীলন ও প্ল্যান ইন্টারন্যাশনাল
বাংলাদেশের উদ্যেগে আজ ১৭ এপ্রিল পিরোজপুর জেলায়
বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় পরিকল্পনার আলোকে পিরোজপুর জেলার পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গৌতম নারায়ণ চৌধরী, বীর মুক্তিযোদ্ধা এবং প্রধান অতথি ছিলেন জনাব মনিরা পারভী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন.জনাব আলতাপ হোসেন, উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, পিরোজপুর।
অংশগহনকারী হিসাবে উপস্থিত ছিলেন, কাজী, পূরোহীত, হিন্দু ম্যারেজ রেজিষ্টার, এডভোকেট ঝর্না সাংবাদিক, শীক্ষক, নারী নেত্রী, ক্ষুদ্র উদে্যাক্তা, সরকারী কর্মকতা, সদস্য এনসিটিএফ, এনএনপিসি, জেলা সিএমপিসি, ইয়েচ বিডি, পিয়ার লিডার, অপরাজিতা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভার শুরেতেই গৌরঙ্গ ঘোষ, জেলা সমন্বয়কারী, সুশীলন একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন ও দুইটি ভিডিও দেখান এবং কর্মশালার উদ্দেশ্য নিয়ে অালোচনা করেন। অত:পর অংশগ্রহনকারীগন পযায়ক্রমে অালোচনা করেন। আলোচনায় দেখা যায় জাতীয় পরিকল্পনাকে সামনে রেখে বাল্যবিবাহ প্রতিরোধে পিরেপজপুর জেলা ব্যাপী এক গনজাগরন তৈরী হয়েছে।
কিন্তুু বিবাহ রেজি:স্ট্রেশন করার সংখ্যা আশাব্যঞ্জক না। যার সংখ্যা বৃদ্ধি করার জন্য সচেতনতা মূলক কাজ করতে হবে।
প্রধান অতিথি বলেন, বিষয়গুলো খুবই গুরুত্বপূন।
বৈষম্য কমাতে পরিবার থেকে শুরু করতে হবে। ছেলে-মেয়ে সমান সুযোগে বেড়ে উঠার সুযোগ দেওয়া প্রয়োজন। বাল্যবিবাহ প্রতিরোধে অাজকের যে গনজাগরন তৈরী হইয়াছে তা ধরে রাখতে হবে। আজকের সিভিল সোসাইটির অনেক প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। অপনাদের এই সক্রিয় এই ভূমিকাই অামাদের এসডিজি অর্জনে সহায়ক হবে সে প্রত্যাশা করেন। সেই সাথে সুশীলনের এই ধারাবাহিক কমূসূচী আব্যহত রাখার জন্য অনুরোধ করেন।
পিরোজপুর সংবাদদাতা:
১৭-০৪-২৩