সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলাধীন আর আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর কুটিপাড়া প্রখর গ্রুপ অব কোম্পানির কারখানায় তৈল রক্ষিত গুদামে আগুনে প্রায় ১২ কোটি টাকার তেল পুড়ে যাওয়ায় কোম্পানি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে ক্ষতি হওয়ায় কারখানায় কর্মরত অনেক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে দিনাতিপাত করছেন এবং আসন্ন ঈদ আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। মালিক ক্ষতি পুষিয়ে নিতে আবার ব্যবসা শুরু করে ঘুরে দাঁড়াতে চান। তিনি তার কারখানায় কর্মরত কর্মচারীদের পাশে দাড়াতে সরকারের নিকট সহযোগিতা কামনা করেছেন।
গত ১১এপ্রিল (মঙ্গলবার) রাত সারে ১২ টার দিকে ওই কোম্পানির তিন নং সরিষার তেলের কারখানায় রক্ষিত তেলের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে সাঁথিয়া,সুজানগর ও পাবনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলকাবাসীর সহযোগিতায় প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে কারখানার ঘর ও গুদামে রক্ষিত তেল পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়।
প্রখর গ্রুপ অব কোম্পানির মালিক জেমস প্রখর সরকার জানান,আমি তিলে তিলে প্রতিষ্ঠানটি গড়ে তুলে ছিলাম।কিন্ত আমার তেলের কারখানার গুদামে আগুনে প্রায় ১২ কোটি টাকার তেল পুড়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হলাম। আমার যে পরিমান ক্ষতি হলো জানিনা কবে প্রতিষ্ঠানটি আবার দাঁড় করাতে পারবো। এ অবস্থায় কর্মচারীদের বেতন ভাতা দিতেও হিমশিম খাচ্ছি।
কারখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন,তেলের কারখানা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় মালিক আমাদের বেতন ভাতা দিতে পারছেননা। আমি পরিবার নিয়ে খুব কষ্টে আছি। সামনে ঈদ কিন্তু পরিবারের সদস্যদের জন্য কোন কেনাকাটি করতে পারলামনা। বেতন না পেয়ে আমার মত কারখানার সকল কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন।
Leave a Reply