মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের শ্রীবরর্দী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নে ১৭৬৮ জনের মাঝে ভিজিএফ স্লিপের চাল বিতরণ করা হয়েছে।
(১৮ এপ্রিল মঙ্গলবার) সকাল ৯ টায় উপজেলার সিংগাবরুনা ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে-দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদফতর দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণের আয়োজন করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফকরুজ্জামান এবং টেগ কর্মকর্তা উপজেলা সহকারী পল্লী উন্নয়ণ কর্মকর্তা মো: আবু সাইদ।
এসময় আরও উপস্থিত ছিলেন,সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ সচিব মো. লুৎফর রহমান,৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাহফুজুর রহমান হিটলার,
৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুনিয়া আক্তার, মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
চাল বিতরণ শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ফকরুজ্জামান সাংবাদিকদের বলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ১ নং সিংগাবরুনা ইউনিয়নে উপকারভোগী ১ হাজার ৭৬৮ জন স্লিপধারীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন করা হয়।
আর ক'দিন পর উদযাপন হবে পবিত্র ঈদ-উল ফিতর। ঈদের আগে এসব চাল ইউনিয়নের অসহায় হতদরিদ্র দুঃস্থ এসব লোকজনের মাঝে বিতরণ করতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।