রাজশাহী,প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে প্রাইভেট কারে করে ২০০ বোতল ফেন্সিডিল পাচারের সময় পুলিশের এক বরখাস্ত এসআই ও রাজশাহীর এক শীর্ষর মাদক সম্রাট কে গ্রেপ্তার করেছে ।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ থানার পৌরসভার মাসুমপুর মৌসুমি সিনেমা হলের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) নির্দেশক্রমে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রওশন আলীর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই নাজমুল হকের নেতৃত্বে এএসআই মোজাম্মেল হক ও ডিবি পুলিশের একটি টিম গত মঙ্গলবার ১৮ এপ্রিল বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
সিরাজগঞ্জ থানার পৌরসভার মাসুমপুর মৌসুমি সিনেমা হলের মোড়ে আলম শেখের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালায়। এসময় একটি প্রাইভেট কার তল্লাসি করে ২০০ বোতল ফেনসিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদক সম্রাট আরএমপি কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ইসমাইল হোসেন সুমন (৩২) ও নাটোর কানাইখালী গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে পুলিশের বরখাস্ত এসআই মোহাম্মদ আলী মোল্লা (৩৭) কে হাতে নাতে গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত মোবাইল, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড ও নগদ টাকা জব্দ করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন আগে আরএমপি কাশিয়াডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হিসাবে কর্মরত ছিলেন মোহাম্মাদ আলী। বিভিন্ন অনিয়ম ও মাদক ব্যবসার সাথে জড়িতো থাকায় তাকে পুলিশ বাহীনি থেকে চাকুরিচ্যুত্ত করা হয়। মোহাম্মাদ আলী কাশিয়াডাঙ্গা থানায় থাকা কালিন ইসমাইল হোসেন সুমনের সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সুমনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ৪ টি মাদক মামলা রয়েছে। গোদাগাড়ী থেকে মাদক এসে রাজশাহী শহরে দীর্ঘদিন যাবত বিশাল মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে সুমন। তার সহযোগি রয়েছে ৭ থেকে ৮ জন।