মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরে পবিত্র ঈদকে ঘিরে শপিংমল গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। লক্ষ করা হয় প্রচন্ড সূর্যের তাপমাত্রাও যেন তাদের কাছে হেরে যাচ্ছে। আর এরিই মাঝে রঙ্গিন সপ্ন দেখছেন সকল ব্যবসায়ী,তারা ব্যস্ত সময় পার করছেন ক্রেতাদের সঙ্গে।
বিশেষ করে, কসমেটিকস্ এ-র দোকানে মেয়েদের উপচে পড়া ভীড়ে একজন পুরুষ ক্রেতার কোনো সুযোগ নেই কেনাকাটা করার জন্য। কসমেটিকস ব্যবসায়ী লিটন বলেন, তার দোকানে সবসময় ভালো বেঁচাকেনা হয় তবে ঈদকে ঘিরে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অধিক পরিমাণে বেচাকেনা হচ্ছে - এতে, তার দোকানে কয়েকজন কর্মচারী দারা পরিচালিত করেও সে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে তাকে।
পাশাপাশি, রেডিমেড কাপড়ের দোকান ও জুতোর দোকানেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিড়। এছাড়াও বয়লার মুরগীর দোকান ও মুদি দোকানেও রয়েছে অনেক ভিড়।
সরে জমিনে গিয়ে দেখা যায়, শহরের প্রায় শপিংমল গুলোয় ক্রেতাদের উপচে পড়া ভীড়, কেউবা ছেলের জন্য কেউবা মেয়ের জন্য আবার কেউবা তার স্ত্রী সন্তানের জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকজন ক্রেতার সাথে কথা হলে - তারা বলেন, পবিত্র মাহে রমজানের শেষদিকে একটি দিন সেটা হলো পবিত্র ঈদুল ফিতর, পুরো মুসলিম উম্মাহ্ এ-র একটা বিশেষ মিলন মেলা সেই সাথে ছোট ছেলে - মেয়েদের একটা আনন্দের দিন।
আর এ-ই আনন্দের দিনে যেন ছোট্ট সোনামণিদের সকল আনন্দ লুকিয়ে থাকে নতুন নতুন জামা কাপড়ে তাই প্রতিটা বাবা-মা- ই, তাদের ছেলে - মেয়েদের জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করে থাকেন।