ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে সারাদিন ব্যাপী জাঁকজমকপূর্ণ ভাবে গুণীজন সংবর্ধনা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল) এস.এস.সি. ১৯৮৪ ব্যাচের উদ্যোগে ঈদের দ্বিতীয় দিন ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এ গুণীজন সংবর্ধনা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনায় মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আশরাফ হুসেন মিঞা, সাবেক হেড মাওলানা এ.এন.এম. মুজিবুর রহমান, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো: মজিবর রহমান ও সাবেক প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান বিএসসি'কে।
মুক্তিযুদ্ধে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর বারী মণ্ডল, মো: শাহাদৎ হোসেন স্বাধীন ও মো: আছর উদ্দিন।
এছাড়াও সাহিত্যে ভোলা দেবনাথ, সঙ্গীতে প্রদ্যুৎ নারায়ণ দাস, নাট্য নির্মাতায় সৈয়দ মাসুদুর রহমান (রাজা), ক্রীড়ায় মো: নূর ইসলাম নূর, সমাজ সেবায় মো: আতিকুর রহমান লুইস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৯৮৪ ব্যাচের আহ্বায়ক মো: নূর ইসলাম নূর।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।
২৪.০৪.২৩