মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইগাতী উপজেলা শাখা, জেলা শেরপুর এর সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সেইসাথে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ২৫ এপ্রিল ২০২৩ খ্রি. বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য যে, গতকাল ২৪ এপ্রিল শাওনকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করেন আদিবাসী গারো সম্প্রদায়ের কলেজ ছাত্রী। মামলায় অভিযোগ করা হয় ঈদুল ফিতরের দিবাগত রাত ১১ টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে শাওন। এক পর্যায়ে ওই ছাত্রী বাঁচার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ঘাতক শাওনের হাত থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে। পরে ঘটনাটি উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান নবেস খকসিকে জানান এলাকাবাসি।এ ঘটনায় জেলায় বসবাসরত আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে শাহরিয়ার খান শাওন (সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইগাতী উপজেলা শাখা, জেলা শেরপুর)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। সেইসাথে সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইগাতী উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে অ-ছাত্র এবং নানা অপকর্মে জড়িতদের কবল থেকে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগ মুক্তি পেল। সেইসাথে শিঘ্রই প্রকৃত ছাত্রদের নিয়ে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের শক্তিশালী কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
Leave a Reply