এস, এম-নুর
পিরোজপুর প্রতিনিধি :-
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতিসন্তান মোহাম্মদ জাহিদুজ্জামান সাগর বিপিএল ২০২৩ সিজনে ঢাকা ডমিনেটর দলে সুযোগ পাওয়ায় পিরোজপুর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুর তিনটায় পিরোজপুর শহরের রাজমহল রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর ক্রিকেট একাডেমির উপদেষ্টা কাজী জাহাঙ্গীর আলম, ক্রিকেট একাডেমীর সভাপতি নুরুল হুদা আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সাইফুল সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ক্রিকেট প্রেমী ছাত্ররা উপস্থিত ছিলেন।
ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম বলেন, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতিসন্তান মোহাম্মদ জাহিদুজ্জামান সাগর পিরোজপুরের গর্ব। এই প্রথম বিপিএল ২০২৩ সিজনে ঢাকা ডমিনেটর দলে সাগর সুযোগ পেয়েছে। মোহাম্মদ জাহিদুজ্জামান সাগর কে অভিননন্দন জানাতেই আজকে পিরোজপুর ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে এই সংবধনা অনুষ্ঠান।
পিরোজপুর সংবাদদাতা:-
Leave a Reply