রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় প্রতিবন্ধি এক নারীকে (৩৮) ধর্ষণের অভিযোগে ফেরদৌস আলম (২২) নামে যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফেরদৌস আলম ওই এলাকার মৃত সহিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে সন্ধ্যার পরে নিজ বাড়ির পাশে হাটছিলেন বাক ও শারীরিক (বামন) প্রতিবন্ধী ওই নারী। সে সময় প্রতিবেশী যুবক ফেরদৌস আলম তাকে একা পেয়ে পাশে নির্জনে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী বিষয়টি ইশারায় তার পরিবারকে জানান।
২৫ এপ্রিল দুপুরে ফেরদৌস ওই বাড়িতে গেলে ভুক্তভোগী মেয়ের পরিবারের লোকজন আটক করে। পরে বাড়ির লোকজন বিষয়টি নিয়ে আদিতমারী থানায় ফোন করলে পুলিশ এসে নির্যাতিত নারীর ইশারা ভাষায় বর্ণনা শুনে যুবক ফেরদৌসকে আটক করে। এ ঘটনায় ওই নারীর ভাই বাদী হয়ে আদিতমারী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নির্যাতিত নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।