মোঃ আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার পতিসর কুঠির বাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে জন্মবার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামাণিক, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদৎ হোসেন, আত্রাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক আক্কাছ আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল,
ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, নাজমুল হক নাদিম, রবীন্দ্র গবেষক মতিউর রহমান মামুন, অধ্যক্ষ মাহবুবুল হক দুলু প্রমুখ।
আলোচনা শেষে নওগাঁর পতিসরে আগামী ৮মে থেকে ১০মে পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় এ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়। এতে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মন্ত্রী, এমপি, দেশ বরেণ্য সাহিত্যিক ও কবি গবেষকদের আলোচনা এবং জাতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।