স্টাফ রিপোর্টারঃ
আমার হবু বর টা হাটে
সানাই বাঁধা ঐ না ঘাটে—/২
ভাবখানা তার এমন যে গো/ চিনেও আমায় চিনলো না,
ও—বন্ধু; ও—বন্ধু; ও—বন্ধু --হীরা চিনলে না,
ভাবখানা তার এমন যে গো/ চিনেও আমায় চিনলো না,
ও—বন্ধু; ও—বন্ধু; ও—বন্ধু --হীরা চিনলে না।।
খোঁপায় গোঁজা গাঁদাফুল
কাজল কালো আমার চুল/২
ঠোঁটে মাখা লাল লিপস্টিক/ কেমন লাগছে বললে না,
ও—বন্ধু; ও—বন্ধু ;ও—বন্ধু -- রতন দেখলে না,
ভাবখানা তার এমন যে গো/ চিনেও আমায় চিনলো না,
ও—বন্ধু; ও—বন্ধু; ও—বন্ধু --হীরা চিনলে না।।
বেগুনী রঙের শাড়ি পরে
ইচ্ছে ছিলো যাবো ঘরে /২
হেলায় বেলা পার হলো যে/কেনো যে টের পাইলে না,
ও—বন্ধু; ও—বন্ধু; ও—বন্ধু -- শীত ও বুঝো না,ঐ
ভাবখানা তার এমন যে গো/ চিনেও আমায় চিনলো না
ও—বন্ধু; ও—বন্ধু; ও—বন্ধু --হীরা চিনলে না।।
২৫/৪/২০২৩ ---ইংল্যান্ড।