পিরোজপুর প্রতিনিধি:-
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি,কর্ম এলাকার ৩৯ টি গ্রামের শিশু ফোরামের শিশুদের নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয় । উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিশু ফোরামের সভাপতি সম্পাদক সহ শিশু সদস্যরা।
ওয়ার্ল্ড ভিশন চাইল্ড প্রোটেকশন অফিসার- লিউনিডাস বৈদ্য সহ সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের শিশু সুরক্ষায় কাজ করা ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন, আলোচনা সভায় শিশুরা তাদের বিভিন্ন সমস্যা, কর্মকাণ্ড, চ্যালেঞ্জ ও সাফল্যের কথা তুলে ধরে।
শিশু নির্যাতন বন্ধের জন্য তারা গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিদের সহায়তা চায়। বিশেষ করে শিশু বিবাহ ও শিশুশ্রম বন্ধের উপর জোর দেন। এছাড়াও সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিশু বান্ধব বাংলাদেশ ও সরকারের লক্ষ্য পূরনে সবাই সচেষ্ট হবে, এই উদ্দেশ্যে সবাই দলবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি নেয়।
পিরোজপুর সংবাদদাতা:-