“বাপের বাড়ি”
আনন্দের গানে, নাড়ীর টানে,
এসেছিনু মোর জন্ম স্থানে।
সময় এসেছে ঘনিয়ে শেষে
ফিরতে হবে আজ মেসে।
টোকলা-ঝুঁলি-ব্যাগগুলি
কাঁধে করছে দোলা-দুলি,
মায়ের চোখ টলটল,
ঝাঁক বেঁধেছে বোনের দল।
বাবাকে শুধালাম অবশেষে
বাপুরে আমি কি হচ্ছি পর?
মায়াভরা এই বসুন্ধরা
সময় একদিন বাঁধবে ছড়া,
অতল সাগর দিচ্ছি পাড়ি
মাঝপথে কি থামতে পারি?
মায়ার জালে বেঁধো না মোরে
আশার কলসি পূর্ণ করে
ফিরব একদিন বাপের বাড়ি।
মোছা: তাসলিমা আক্তার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
পদার্থবিজ্ঞান বিভাগ।
Leave a Reply