পিরোজপুর প্রতিনিধি :
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”- প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সার্কিট হাইজ প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা শ্রমীক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের দাবী ও অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যাতে করে মালিক ও শ্রমিকদের মাঝে একটি ঐক্য গড়ে ওঠে। শ্রমিকরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করবে।
পিরোজপুর প্রতিনিধি।