পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরের নেছারাবাদে সামাজিক বনায়নের চোরাইকৃত গাছ জব্দ করতে এসে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েছে নেছারাবাদ বন বিভাগের কর্মী মজিবুর রহমান।
আজ ২ মে, মঙ্গলবার উদ্ধারকৃত গাছ জব্দ করেছেন ইউএনও।
উপজেলার সোহাগদলের ১নং ওয়ার্ডের সামাজিক বনায়নের কথিত সভাপতি মাহাবুব মোল্লা সামাজিক বনায়নের গাছ কেটে সেকশন করা অবস্থায় উপজেলার বন অফিসের কর্মী মজিবর রহমান গাছ আটক করতে এসে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সরে পড়েছেন। পরবর্তীতে উপস্থিত সাংবাদিকরা নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করলে তিনি প্রতিনিধি হিসেবে সোহাগদল ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার রিয়াজ হোসেনকে সরেজমিনে পাঠিয়ে চোরাইকৃত কাঠ উদ্ধার করে জব্দ করেন।
এবিষয়ে অভিযুক্ত মাহাবুব মোল্লা বলেন, সাবেক সচিব এম শামসুল হকের নির্দেশে বন বিভাগের অনুমতি না নিয়েই গাছ কেটেছি। আমার কাছে বন বিভাগের কোন অনুমোদন নেই। আমি যা করেছি সচিব সাহেবের নির্দেশেই করেছি।
গোপন সূত্রে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে সামাজিক বনায়নের কথিত সভাপতি মাহাবুব মোল্লাকে লেবার সহ গাছ কাটা অবস্থায় দেখতে পায়। তার একাধিক ভিডিও গণমধ্যম কর্মীদের হাতে সংরক্ষিত আছে।
এঘটনায় গণমাধ্যম কর্মীদের নিজ দপ্তরের অসহায়ত্বের কথা জানান পিরোজপুরের রেঞ্জ অফিসার নির্মল বাবু। তার দাবি, পিরোজপুরের তিনটি উপজেলার বন অফিসার ও পিরোজপুরের রেঞ্জ অফিসারের দায়িত্ব পালন করছেন তিনি। জেলার দক্ষিণের উপজেলা মঠবাড়িয়া থেকে উত্তরের নেছারাবাদের বন অফিসার তিনি। নেছারাবাদে বর্তমানে মালি, ঝাড়ুদার, পিওন থেকে বন অফিসারের দায়িত্ব পালন করেন মাত্র একজন কর্মী মজিবর রহমান। যে কারণে সামাজিক বনায়নের রোপিত গাছগুলো কেউ কেটে নিচ্ছে সংবাদ পেলেও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছেনা তারা। সোহাগদল থেকে গাছ উদ্ধার করা হয়েছে। সে ঘটনায় এক সাবেক সচিব ফোন করে অনেক বাকবিতান্ডা করেছেন। তার নির্দেশে ওই বনায়নের সভাপতি মাহাবুব মোল্লা গাছ কেটেছে বলে মোবাইলে জানিয়ে আমার বিরুদ্ধে সিএফও স্যারের কাছে অভিযোগ দেয়ার হুমকি দিয়েছে সে। উপজেলা পর্যায়ে আমাদের প্রশাসনিক কর্মকর্তা ইউএনও স্যার তার নির্দেশ মোতাবেগ ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে সাবেক সচিব শামসুল হককে এলাকায় পাওয়া যায়নি এবং মুঠোফোনে কল করা হলে রিসিভ করেননি।
এ বিষয়ে মুঠোফোনে সামাজিক বন বিভাগ বাগেরহাটের ডিএফও জি.এম রফিক আহমেদ জানান, আমাদের প্রয়োজনের তুলনায় পঞ্চান্ন জন কর্মী সংকট রয়েছে। গাছ চুরির ঘটনায় উপকারভোগী সদস্যরা উপজেলা বন অফিসে জানাবেন তারা ব্যবস্থা নিবে।
পিরোজপুর সংবাদদাতা:-