মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি:
অবৈধভাবে স্বাক্ষর জাল করে মোটা অংকের ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগ ও বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগে শেরপুর সদর উপজেলার লছমনপুরের জমশেদ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ'র বিরুদ্ধে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে ওই কলেজের ছাত্র ছাত্রীসহ স্থানীয় জনতা।
আজ ৩ মে সকাল ১১:০০ টা হতে দুপুর ১.৩০ টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন ও রাস্তা অবরোধ করে রাখে স্থানীয় জনতা এবং ওই কলেজের শিক্ষার্থীরা।
এতে করে জমশেদ আলী মেমোরিয়াল কলেজ সংলগ্ন জামালপুর টু শেরপুর মহাসড়কে দীর্ঘ যানজটে পরিনত হয়ে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, শ্রী রঞ্জিত চন্দ্র দে, আব্দুল করিম মিস্টার, হানিফ উদ্দিন, শ্রী খোকন নন্দী, মোহাম্মদ আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, শোয়েব হাসান শাকিল, মাসুদ রানা সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অবিলম্বে জমশেদ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম রেজা'র পদত্যাগ দাবি করেন, তা না হলে পরবর্তীতে তারা কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।