মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুর জেলার সীমান্তবর্তী ভারতের ঢালু প্রদেশে নিহত হওয়ার তিনদিন পর বাংলাদেশি এক রাজমিস্ত্রির মরদেহ দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ৪ মে বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলার সীমান্তবর্তী ১১১৬ নং মেইন পিলার সংলগ্ন নাকুগাঁও স্থলবন্দর দিয়ে মো. মনির মিয়া(৪৩) নামে ওই বাংলাদেশির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায় , ভারতে নিহত বাংলাদেশি ওই মনির মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের পশ্চিম খাড়ামোড়া গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। নিহতের পরিবার সূত্রে জানাযায়, মনির মিয়া স্ব-পরিবারে ঢাকায় থাকতেন। তিনি রাজমিস্ত্রি কাজ করেন এবং তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতেন। এবার ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন।
গত ১লা মে রাত থেকে মনির নিখোঁজ থাকায় পরিবারের লোকজন পুলিশের সাথে যোগাযোগ করলে পরবর্তীতে পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন মনিরের মরদেহ ভারতের একটি হাসপাতালে রয়েছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান বলেন, মনির আহত অবস্থায় ভারতের ঢালু প্রদেশে একটি স্থানে পড়ে ছিলেন। খবর পেয়ে পহেলা মে রাতে মনিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ঢালু থানা পুলিশ। এরপর ২ মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয়। তিনি আরও বলেন, মৃত্যুর আগে মনির তার নাম-ঠিকানা বলে যাওয়ায় তার পরিবারকে মৃত্যুর খবর জানানো সম্ভব হয়।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।মনিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের পর শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কী কারণে মনিরের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ বিষয়ে ভারতের ঢালু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।